চার্জার ছাড়া আইফোন বিক্রি করা ভোক্তাদের জন্য অবমাননাকর- এ অভিযোগে অ্যাপলকে ২ কোটি মার্কিন ডলার জরিমানা করেছেন ব্রাজিলের বিচারক কারামুরু আফোনসো ফ্রান্সিসকো। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোক্তাদের আইফোনের জন্য বাড়তি পণ্য ক্রয় করতে বাধ্য করায় এই সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে গত সেপ্টেম্বরে একই ইস্যুতে অ্যাপলকে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার জরিমানা করেছিল ব্রাজিলের বিচার মন্ত্রণালয়।
এএফপি জানিয়েছে, ব্রাজিলের ভোক্তা সমিতির পক্ষ থেকে দায়ের করা মামলায় ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলের কাছে ১০ কোটি রিয়াস (ব্রাজিলিয়ান মুদ্রা) দাবি করেন সাও পাওলোর দেওয়ানি আদালতের ওই বিচারক।
বৈদ্যুতিক বর্জ্য নিরসনের লক্ষ্যে ২০২০ সালের অক্টোবর থেকে অ্যাপল তাদের ফোনের সঙ্গে বিনা মূল্যে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে।
মামলার রায়ে বিচারক বলেন, ‘অ্যাপলের এমন কার্যক্রম গ্রাহকদের বাড়তি চার্জার কিনতে বাধ্য করছে। ’
এ ছাড়া তিনি গত দুই বছরে আইফোন ১২ ও ১৩ মডেলের পুরোনো ক্রেতাসহ সব ক্রেতার কাছে চার্জার সরবরাহ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট ২০২৪ সাল থেকে সব ইলেকট্রনিক গ্যাজেটে একই ধরনের (ইউএসবি টাইপ সি) চার্জার পোর্ট ব্যবহারের আইন পাস করেছে, যা অ্যাপলকে তাদের আইফোনের ডিজাইন পরিবর্তন করতে বাধ্য করবে বলে ধারণা করা হচ্ছে।