মহাকাশ স্টেশনে পৌঁছেছেন চীনা নভোচারীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৮, ২০২১, ০২:১৯ পিএম

মহাকাশ স্টেশনে পৌঁছেছেন চীনা নভোচারীরা

প্রায় ৫ বছর পর মহাকাশে সফলভাবে মানুষ প্রেরণ করলো চীন। তাদের নতুন মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছেছেন চীনের তিন নভোচারী। এর মধ্য দিয়ে প্রথমবার নিজেদের স্টেশনে কোন মানুষের পা পড়ল। মহাকাশ স্টেশনের মূল অংশ তিয়ানহেতে তিন মাস অবস্থান করে মহাকাশ নিয়ে যাবতীয় কাজ করবেন তারা।

চীনের গবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার (১৭ জুন) যাত্রা শুরু করে মহাকাশযান শেনঝৌ টুয়েলভ। যাত্রা শুরুর প্রায় ৭ ঘণ্টা পর তারা স্টেশনে পৌঁছায়। সেখান থেকে চীনের নতুন মহাকাশ স্টেশন তিয়ানহের মূল অংশে প্রবেশ করেন তিন নভোচারী নাই হাইশেং, লিউ বোমিং ও তাং হংবো। মহাকাশ স্টেশনটিতে আগামী তিন মাস অবস্থান করবেন তারা। এ সময়ে মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলের অরবিট টেস্ট, রিসাইক্লিং, জীবন ধারণ যাচাই-বাছাই, রোবোট পরিচালনার পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন পদার্থ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হবে।

এ ছাড়াও মহাকাশ স্টেশনে এক্সট্রাভিহ্যাকুলার কর্মকাণ্ডও পরিচালনা করবেন তারা। মহাকাশ বিজ্ঞান গবেষণা ও মানুষের জন্য সহজতর মহাকাশ কর্মকাণ্ড নিয়েও কাজ করবেন তারা। মহাকাশে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত শরীরচর্চা ও নিজেদের স্বাস্থ্য নিয়েও গবেষণা করবেন নভোচারীরা।

ভূপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই মহাকাশ স্টেশন। স্টেশনের ভেতর ১৭ মিটার লম্বা আর চার মিটার চওড়া সিলিন্ডার আকৃতির কক্ষে- যেটির নাম দেওয়া হয়েছে তিয়ানে - এই তিন নভোচারী থাকবেন, মহাকাশে হাঁটবেন, দেখবেন এবং গবেষণা করবেন।

সূত্র: এএফপি ও বিবিসি

Link copied!