১২৬০ কোটি মার্কিন ডলার খোয়ালেন ইলন মাস্ক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৩, ১১:০৪ পিএম

১২৬০ কোটি মার্কিন ডলার খোয়ালেন ইলন মাস্ক

সম্পদ হারানোর তালিকা বড় হয়েই যাচ্ছে ইলন মাস্কের। নভোযান কোম্পানি স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এই তিন কোম্পানির সম্পদের মূল্য ব্যাপক হারে কমে গিয়েছে। এতটাই কমেছে যে ১ হাজার ২৬০ কোটি মার্কিন ডলার খোয়া গেছে কোম্পানিগুলোর মালিক ইলন মাস্কের।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স জানায়, চলতি বছরে এটিই ইলন মাস্কের সম্পদের সবচেয়ে বড় পতন। ইলন মাস্কের সম্পদ কমে যাওয়ার পিছনে বড় কারণ হিসেবে কাজ করছে তাঁর বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠান টেসলা।

সিএনবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে প্রকাশিত প্রতিষ্ঠানটির বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে দেখা গেছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে ২ দশমিক ৫১ বিলিন ডলার মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ২৪ শতাংশ কম। মূলত গাড়ির দাম কমা ও কাঁচামালসহ অন্যান্য পণ্যের দাম বাড়ায় কোম্পানিটির মুনাফা কমেছে। যদিও সাম্প্রতিক মাসগুলোয় গাড়ির দামে বড় ছাড় দেয়ায় টেলসার বিক্রি বেড়েছে।

এদিনের লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ৮ শতাংশ কমে ১৬২ দশমিক ৯৯ শতাংশে নেমেছে। 

প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হচ্ছেন ইলন মাস্ক। সুতরাং, টেসলার শেয়ারদর পতনের বড় একটি প্রভাব পড়েছে মাস্কের সম্পদে। যার ভিত্তিতে ১২ দশমিক ৬ বিলিয়ন বা ১ হাজার ২৬০ কোটি মার্কিন ডলার খুইয়েছেন।

এদিকে একই দিনে এ ধনকুবেরের নভোযান কোম্পানি স্পেসএক্সের স্টারশিপ রকেটটি পরীক্ষামূলকভাবে উড্ডয়নের মাত্র ৩ মিনিটের মাথায় বিস্ফোরিত হয়ে যায়। প্রতিষ্ঠানটিতে মাস্কের ৪২ শতাংশ শেয়ার রয়েছে।

অপরদিকে টুইটারের মালিক হওয়ার পর থেকেই একের পর এক পরিবর্তন আসছেই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। সাবস্ক্রিপশন ফি না দেওয়ায় গত বৃহস্পতিবার থেকে অনেকের আইডি থেকেই ব্লু টিক সরিয়ে নেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

তবে এসবের পরও এখন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়র ইনডেক্স অনুসারে, তাঁর সম্পদের পরিমাণ ১৬৫ বিলিয়ন ডলার। এর আগে তিনিই এ সূচকের প্রথম স্থানে ছিলেন। গত বছরের শেষের দিকে তাঁকে হটিয়ে শীর্ষস্থান দখল করেন ফ্রান্সের বিলাসী পণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ২১২ বিলিয়ন ডলার। 

Link copied!