ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার ৪৯৮ জন সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধে আরও প্রায় ১৬০০ রুশ সেনা আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
যদিও রাশিয়ার তথ্যের সাথে ইউক্রেনের তথ্যের কোন মিল নেই। বুধবার ইউক্রেনের সরকার বলেছে, রুশ হামলায় ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। একইসাথে রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেন ইউক্রেন কর্তৃপক্ষ। বিবিসির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে যুদ্ধের ৮ম দিনেও (বৃহস্পতিবার) ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।