রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চায় তার দেশ। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক ফোনালাপে এমন দাবি করেন তিনি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।
ইউক্রেনকে জোটনিরপেক্ষ রাখা সংক্রান্ত জেলেনস্কির একটি প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া; ক্রেমলিনের এমন ঘোষণার পরই শুক্রবার পুতিনের এই বক্তব্য সামনে এলো।
চীনা প্রেসিডেন্টকে পুতিন বলেছেন, মস্কো ইউক্রেনীয় পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চালাতে ইচ্ছুক।
ফোনালাপে চীনা প্রেসিডেন্ট বলেন, তার দেশ আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সমস্যার সমাধান দেখতে চায়।
এদিকে পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার কথা বললেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অবশ্য বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করলেই কেবল আলোচনা সম্ভব।
সের্গেই ল্যাভরভ বলেন, নব্য নাৎসিরা ইউক্রেন শাসন করুক সেটি চায় না রাশিয়া। মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তার আগে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে।