জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৬:৪৫ পিএম

জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে জাতিসংঘের ১২ রাশিয়ান কর্মীকে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৭ মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়াতে হবে।

মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ড্যালটনের বরাত দিয়ে ফ্রান্স টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ড্যালটন বলেছেন যাদেরকে চলে যেতে বলা হয়েছে তারা 'যুক্তরাষ্ট্রে থাকার সুযোগের অপব্যবহার করেছেন।

 জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র  আরও বলেন, “তারা গোয়েন্দা কাজে নিয়োজিত হয়েছেন যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী।”

অলিভিয়া ড্যালটন আরও বলেন, “গত কয়েক মাস ধরে এর প্রক্রিয়া চলছিল। এই বহিষ্কারের সিদ্ধান্ত জাতিসংঘ সদরদপ্তরের চুক্তি অনুযায়ী নিয়েছি।”

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রিচার্ড মিলস নিরাপত্তা কাউন্সিলে ইউক্রেনের মানবিক পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে বলেছেন, বহিষ্কৃতরা 'অকূটনৈতিক কাজ' নিয়োজিত ছিলেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেন, “ এটি আমাদের দেশের বিরুদ্ধে একটি শত্রুতামূলক পদক্ষেপ।”

রাশিয়ার দূতাবাস সূত্রে জানা গেছে, জাতিসংঘে প্রায় ১০০ রুশ কর্মকর্তা রয়েছে। নিজের ফেসবুকে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, “ মস্কো ‘গভীরভাবে হতাশ’ এবং মার্কিন দাবি ‘সম্পূর্ণ প্রত্যাখ্যান’ করেছে।”

জাতিসংঘে নিয়াজিত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া জানান, আগামী মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!