রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ডলারের আধিপত্য কমাতে পারে!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২২, ০৭:২৯ পিএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ডলারের আধিপত্য কমাতে পারে!

আইএমএফ এর উপব্যবস্থাপনা পরিচালক গীতা গোপিনাথ সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর অগণিত নিষেধাজ্ঞায় ডলার তার মান হারাতে পারে। ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এর ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের আধিপত্য কমবে বলে মনে করেন গীতা। আশঙ্কা প্রকাশ করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) এই কর্মকর্তা আরও বলেছেন, এরমধ্যেই বিশ্বে ওই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। অনেকে বিকল্প মুদ্রা ব্যবহার ‍শুরু করেছে। 

গীতা বলেন, ‘ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর কারণে আন্তর্জাতিক মুদ্রাবাজারে বিভাজন সৃষ্টি হতে পারে। এতে আধিপত্য কমতে পারে ডলারের। যদিও বৈশ্বিক মুদ্রাব্যবস্থার বড় একটি অংশ থাকবে ডলার।’

তিনি বলেন, ‘ইউক্রেন ইস্যুর কারণে বিশ্বব্যাপী ক্রিপ্টো কারেন্সির মতো ডিজিটাল অর্থব্যবস্থাও জনপ্রিয় হয়ে উঠতে পারে।’

সূত্র: ইউএস নিউজ

Link copied!