দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলেই ইউক্রেনে লক্ষ্যবস্তুর সংখ্য বাড়াবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২২, ০৪:২৮ পিএম

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলেই ইউক্রেনে লক্ষ্যবস্তুর সংখ্য বাড়াবে রাশিয়া: পুতিন

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের হাতে দূরপাল্লার অস্ত্র তুলে দিলেই রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে তাদের লক্ষ্যবস্তুর সংখ্যা বাড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কয়েক সপ্তাহ বিরতির পর গতকাল রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাবাহিনী নতুন করে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর তিনি এ হুঁশিয়ারি দেন।

রুশ বার্তা সংস্থাগুলো বলছে, পুতিন বোঝাতে চেয়েছেন, কিয়েভকে যদি দূরপাল্লার অস্ত্র দেয়া হয়, তবে আমরা উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হব এবং আমাদের অস্ত্র ব্যবহার করব। এমন লক্ষ্যে আঘাত হানব, যেখানে আমরা আগে আঘাত করিনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায়, কিয়েভকে অত্যাধুনিক রকেটব্যবস্থা সরবরাহ করা হবে। ইউরোপ ও আমেরিকা থেকে নিয়মিত ইউক্রেনে আসছে অত্যাধুনিক সমরাস্ত্রের চালান। রাশিয়া বলেছে, কিয়েভে ইউরোপীয় দেশগুলোর সরবরাহ করা ট্যাংকে হামলা চলানো হয়েছে যদিও ইউক্রেন দাবি করেছে, রুশ জঙ্গিবিমান থেকে একটি ইস্পাত মেরামতের কারখানায় হামলা চালানো হয়েছে। গত বেশ কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল দখলের অভিযান চালাচ্ছে এবং এ সময়ে রাজধানী কিয়েভে রাশিয়ার হামলা ছিল না বললেই চলে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রাভিযান অব্যাহত থাকায় কয়েকটি পশ্চিমা দেশ কিয়েভকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হবে বলে ঘোষণা দেয়।  রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বিদেশী অস্ত্রগুলোকে হামলার জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। রুশ হুমকি উপেক্ষা করে স্পেন ইউক্রেনে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও লেওপার্ড ট্যাংক পাঠাচ্ছে।

Link copied!