বড় আক্রমণের মুখে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২, ২০২২, ০৩:৩০ পিএম

বড় আক্রমণের মুখে কিয়েভ

ইউক্রেনের সঙ্গে সমঝোতা আলোচনার পর হামলা জোরদার করেছে রাশিয়া। মঙ্গলবার থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলিতে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করছেন রুশ সেনারা। উত্তর–পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকায় সামরিক ঘাঁটিতে গোলা হামলায় ৭০ জনের মতো ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

একটি মার্কিন প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিয়েভের দিকে রাশিয়ার বিশাল সেনাবহর এগিয়ে যাচ্ছে। প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে থাকা এই বহরে সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সেনাদের প্রয়োজনীয় সরঞ্জামের গাড়ি রয়েছে। রুশ বাহিনীর আক্রমণ ও গতিবিধি পর্যালোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, চার দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে পারে।

যুদ্ধ বন্ধে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতারা আহ্বান জানিয়ে আসছেন। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা আরোপও অব্যাহত রয়েছে। গত সোমবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশের গোমেলে সমঝোতা আলোচনায় বসলেও যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি। আবার আলোচনায় বসতে মতৈক্য হলেও কবে বৈঠক হবে, তা ঠিক হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। গতকাল মস্কোয় সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের মূল লক্ষ্য পশ্চিমাদের তৈরি করা নিরাপত্তা হুমকি থেকে রাশিয়ার সুরক্ষা নিশ্চিত করা। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং সেখানে নাৎসিবাদ দমন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন:

কিয়েভের একটি টিভি সেন্টারে হামলায় নিহত ৫

Link copied!