রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার দায়ে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাইডেন প্রশাসন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা জানান, ““কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট” (সিএএটিএসএ) আইনে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব।’
ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক হামলার নিন্দা জানিয়ে গতকাল বুধবার জাতিসংঘে মত প্রদানে বিরত থাকায় ভারতকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়েরই সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।
সিএএটিএসএ আইনে ইরান, উত্তর কোরিয়া বা রাশিয়ার সঙ্গে বড় ধরনের লেনদেন রয়েছে এমন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের।
সিএএটিএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কঠোর আইনটি ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়াকে যুক্ত করা এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের তথাকথিত হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় তৈরি হয়। এ আইনের আওতায় যারা মস্কো থেকে বড় প্রতিরক্ষা সরঞ্জাম কেনে সে দেশগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়।
ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সিএএটিএসএ'র নিষেধাজ্ঞা বিষয়ে এক প্রশ্নে দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সিনেটের কাছে পূর্ব, দক্ষিণ ও মধ্য এশিয়ার এবং সন্ত্রাসবিরোধী বিষয়ক বৈদেশিক সম্পর্ক উপকমিটির সদস্যদের বলেছেন যে, নয়াদিল্লিকে নিষিদ্ধ করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত প্রেসিডেন্ট জো বাইডেন নেবেন।
ডোনাল্ড লু বলেন, “বাইডেন প্রশাসন সিএএটিএসএ আইন মেনে চলবে এবং এটি সম্পূর্ণ বাস্তবায়িত করবে। প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেসের সঙ্গেও পরামর্শ করবে।”
তবে বাইডেন প্রশাসন সিএএটিএসএ'র অধীনে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নিশ্চিত করে ডোনাল্ড বলেন, “ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে সমালোচনা চলছে। আশা করা হচ্ছে, ভারত এখন নিজেকে মস্কো থেকে দূরে সরে আসবে।”