যুক্তরাষ্ট্রের দাবি ইরানি ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২২, ১১:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের দাবি ইরানি ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ায়

মস্কো বাহিনীকে সাহায্য করতে ইরানি সামরিকবাহিনীর ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় অবস্থান করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাতে বিশেষজ্ঞদের আনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমরা খেয়াল করছি যে ইরানের সামরিক কর্মীরা ক্রিমিয়ায় অবস্থান করছে এবং এই অভিযানে রাশিয়াকে সহায়তা করছে।

কিরবি বলেন, ক্রিমিয়ায় ইরানিরা প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়তাকর্মী পাঠিয়েছে এবং রাশিয়ানরা ড্রোন চালিয়েছে, যা ইউক্রেনে অনেক বেশি ক্ষতি করেছে।

তিনি অভিযোগ করেন, তেহরান এখন সরাসরি এই যুদ্ধে স্থলভাগে জড়িত এবং ড্রোন সরবরাহের মাধ্যমে ইউক্রেনের বেসামরিক এবং বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে।

কিরবি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপকে সবার সামনে নিয়ে আসা, প্রতিরোধ ও মোকাবেলা করার জন্য সব ধরনের উপায় অবলম্বন করবে যুক্তরাষ্ট্র।

কিরবি আরও বলেন, রাশিয়া ও ইরানের অস্ত্র ব্যবসার কারণে উভয় দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করা হবে।

এদিকে, রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই জোটের বর্তমান সভাপতি হিসেবে চেক প্রজাতন্ত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

দেশটির পক্ষ থেকে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। তারা আরও বলেছে, এই সিদ্ধান্ত অনুযায়ী ড্রোন সরবরাহের সঙ্গে জড়িত ইরানের তিন জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে ইরান। 

সূত্র: এএফপি

Link copied!