যুদ্ধ থামাতে ইউক্রেনের কাছে রাশিয়ার ৩ দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২২, ১১:০২ পিএম

যুদ্ধ থামাতে ইউক্রেনের কাছে রাশিয়ার ৩ দাবি

যুদ্ধ থামাতে ইউক্রেনের কাছে সুনির্দিষ্টভাবে তিনটি দাবি তুলেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, দাবি পূরণ হলে যেকোনো সময়, তাদের ভাষায়—বিশেষ সামরিক অভিযান, শেষ করবে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রিমিয়া যে রাশিয়ার অংশ সেটা অবশ্যই ইউক্রেনকে মেনে নিতে হবে। কিয়েভকে এটাও মানতে হবে যে দোনেৎস্ক ও লুহান্সক স্বাধীন রাষ্ট্র। সেই সঙ্গে ইউক্রেনকে সংবিধান সংশোধন করে ন্যাটোর মতো সামরিক জোটে যুক্ত না হওয়ার বিধান যুক্ত করতে হবে।

পেসকভ বলেন, ইউক্রেনের নিরস্ত্রীকরণ সমাপ্ত করা হবে। আর এই দাবিগুলো পূরণ হলে রাশিয়ার সামরিক অভিযান 'এক মুহূর্তেই' থেমে যাবে।

ইউক্রেনের কোনো অংশ দখল করে রাশিয়া তার ভূখণ্ডে যুক্ত করবে না বলেও ক্রেমলিনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পেসকভ।

আরও পড়ুন:

রুশ সেনাদের গুলিতে ইউক্রেনিয় অভিনেতা-মেয়র নিহত

Link copied!