হানিমুনের বদলে যুদ্ধের ময়দানে নব দম্পতি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১২:২০ পিএম

হানিমুনের বদলে যুদ্ধের ময়দানে নব দম্পতি

আসছে মে মাসে শুভ বিবাহের পরিকল্পনা ছিল ভিয়াতোস্লাভ ফারসন (২৪) ও ইয়ারিনার নামে ইউক্রেনের দুই তরুণ-তরুণীর। তার জন্য সবকিছু চূড়ান্ত করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার রুশ সেনারা ইউক্রেনের উপর হামলা চালালে তাদের পরিকল্পনার সবকিছু উলটপালট হয়ে যায়।

হামলার কারণে  নির্ধারিত সময়ের আগেই বিয়ের কাজটি সেরে ফেলেন ইউক্রেনের ওই তরুণ-তরুণী। একদিকে চলছে বোমাবিস্ফোরণ অন্যদিকে রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। তবে বিয়ে সারলেও হানিমুনে না গিয়ে দেশের জন্য অস্ত্রহাতে তারা যুদ্ধের ময়দানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।লড়াই করবেন ইউক্রেনের হয়ে।  

সিএনএন জানায়, তাদের পরিকল্পনা ছিল, এক সুন্দর রেস্তোরাঁর ছাদ বারান্দায় উদযাপন করবেন জীবনের অন্যতম এই মুহূর্তটা। তার পাশে বহমান দিনেপার নদী। আরিয়েভার ভাষায়, ‘কেবল আমরা ও নদী। সঙ্গে সুন্দর আলো।’

কিন্তু তা আর হয়ে উঠেনি। যুদ্ধের ভয়ে যখন ইউক্রেনের মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, তখন বিয়ের পর নিরাপত্তার খোঁজে কোথাও না গিয়ে যাচ্ছেন যুদ্ধের মাঠে।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে বিয়ের পরপরই যুদ্ধে অংশ নিতে অস্ত্র সংগ্রহে নেমেছে এই নবদম্পতি। তারা দুজনেই যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত ইউক্রেন সশস্ত্রবাহিনীর শাখা টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে।

আরিভা বলেন, আমাদের পক্ষে যা সম্ভব হবে দেশের জন্য আমরা তাই করবো। শুধু এইটুকু প্রত্যাশা, সবকিছু ঠিক হয়ে যাবে। আবার সবকিছু আলো ঝলমলে হবে।

আরিভা আরও বলেন, নিজের দেশকে বাঁচাতে আপনিও এই যুদ্ধে নেমে পড়তে পারেন। এটাই এখন একমাত্র সমাধান।২০১৯ সালে কিয়েভের এক বিক্ষোভ সমাবেশ থেকে পরিচয় হয় ইয়ারিনা আরিভা এবং ভিয়াতোস্লাভ ফারসন নামের এই প্রেমিকযুগলের। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে গড়ায় বলে সিএনএন খবরে বলা হয়।

Link copied!