করোনার প্রকোপ অনেকটাই কমে এসেছে। তবে এখনও বড় ধরনের স্বস্তির কোনো বার্তা নেই। যদিও গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, যা ২৬ মের পর সবচেয়ে কম। এদিকে করোনা মহামারীর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনেই দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়তে থাকায় গত আড়াই মাসেই ৬১ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত এই রোগে।
রবিবার(২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, রবিবার (২৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৪২ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীতেই রয়েছেন ১৮৫ জন। অন্য ৫৭ জন রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২২৯ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৭ হাজার ৩৫৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫৩ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৩ জনের মৃত্যু হয়। এমনকি সেপ্টেম্বরের এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সব মিলিয়ে ডেঙ্গুতে চলতি বছর ৬১ জনের মৃত্যু হয়েছে।