বাফুফে-খেলোয়াড়রা লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নিয়েছেন: বিমান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:৪১ পিএম

বাফুফে-খেলোয়াড়রা লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নিয়েছেন: বিমান

সাফ জয়ী মহিলা ফুটবলরদের লাগেজ থেকে অর্থ চুরি ও ভাঙ্গা হওয়ার তথ্যের সত্যতা মেলেনি বলে দাবি করেছে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের ০২ জন সদস্যের লাগেজ হতে অর্থ চুরির অভিযোগ ও বিভ্রান্তি সৃষ্টির প্রেক্ষিতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য জানায়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে তারা জানায়, সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দল গত ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ দুপুর ১৩৪২ ঘটিকায় বিজি-৩৭২ ফ্লাইটে কাঠমুন্ডু হতে ঢাকায় অবতরণ করে। পরবর্তীতে বাফুফে এর প্রটোকল প্রতিনিধি  ইমরান,মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ফুটবল দলের ০২ জন নারী সদস্যের ব্যাগ (হোল্ড ব্যাগেজ) হতে অর্থ (ডলার এবং টাকা) চুরির অভিযোগ পাওয়া যায়।

উক্ত অভিযোগের ভিত্তিতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষন করতঃ ঘটনার সত্যতা প্রতীয়মান হয়নি মর্মে নিশ্চিত হয়েছে। সিসিটিভি বিশ্লেষণঃ ক। ১৩৪২ ঘটিকা : বিমান ল্যান্ডিং। খ। ১৩৫৮ ঘটিকা : ব্যাগেজ মেক-আপ এরিয়ায় ট্রলির আগমন । গ। ১৩৫৯ ঘটিকা: ব্যাগেজ মেক-আপ এরিয়ায় প্রথম লাগেজ ড্রপ । ঘ। ১৪০০ ঘটিকা : কনভেয়ার বেল্ট-০৮ এ প্রথম লাগেজ ড্রপ। ৫। ১৪০৮ ঘটিকা : ব্যাগেজ মেক-আপ এরিয়ায় শেষ ব্যাগেজ ড্রপ। অতঃপর বাফুফে প্রটোকল প্রতিনিধি ও ০২ জন টিম অফিসিয়াল কর্তৃক লাগেজ ট্যাগ চেক করতঃ সম্পূর্ণ অক্ষত এবং তালাবদ্ধ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের নিকট হতে লাগেজসমূহ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

Link copied!