করোনায় একদিনে দ্বিগুনের বেশি মৃত্যু, হাজার ছাড়ালো শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২২, ১১:৪৮ পিএম

করোনায় একদিনে দ্বিগুনের বেশি মৃত্যু, হাজার ছাড়ালো শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ৯৭ জন মারা গেলেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন মারা যাওয়াদের দুইজন নারী।অন্য ৫ জন পুরুষ।মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের চারজন এবং ৭১ থেকে ৮০ বছরের একজন।

করোনায় মৃতদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং রাজশাহী ও রংপুর বিভাগের একজন করে। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪০ জন। এনিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন করোনায় শনাক্ত হলেন। বুধবার গত একদিনে ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে ১৯৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৩ হাজার ৬২৯টি। এই হিসেবে করোনা শনাক্তের শতকরা হার ৪ দশমিক ৮৬। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২০২০ সালের এপ্রিলের পর ২০২১ সালের  ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে দেশ মৃত্যুহীন দিন পার করে।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত বছরের ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

Link copied!