শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ মোদির

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৬, ২০২১, ০৯:৫১ পিএম

শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ মোদির

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করতে উন্মুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৬ ডিসেম্বর) ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

টুইটে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করতে চাই।”

নরেন্দ্র মোদি বলেন, “আজ (৬ ডিসেম্বর) ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ ও উদযাপন করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে আগ্রহী। একইসঙ্গে আমি শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ চালিয়ে যেতে উন্মুখ।”

৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হচ্ছে। ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের ১৮টি দেশে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ৬ ডিসেম্বরকে 'মৈত্রী দিবস' হিসেবে উদযাপনের সিদ্ধান্ত হয়।

Link copied!