২২ ঘণ্টার ব্যবধানে শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আরও ১ জন ‍খুন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২২, ০২:৩০ এএম

২২ ঘণ্টার ব্যবধানে শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আরও ১ জন ‍খুন

ঝিনাইদহে ২২ ঘণ্টার ব্যবধানে নির্বাচনী সহিংসতায় জসিম (৩৫) নামে আরও জন খুন হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন আরও জন। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে টিপুর সমর্থকেরা জসিম ও মিলনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এরপর দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মিলনের অবস্থাও আশঙ্কাজনক।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “এরইমধ্যে আমরা একজনকে আটক করেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে হারান মণ্ডল (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় আহত হন আরও ৭ জন। ওই দিন সন্ধ্যায় মাহমুদুল হাসান মামুন ও জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

Link copied!