যারা টিকা নেয়নি, ওমিক্রন তাদের জন্য বিপজ্জনক হতে পারে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০৭:২৯ পিএম

যারা টিকা নেয়নি, ওমিক্রন তাদের জন্য বিপজ্জনক হতে পারে

যারা করোনাভাইরাসের টিকা নেয়নি ওমিক্রন ধরন তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে ইতিমধ্যে ওমিক্রন ভীতি ছড়িয়েছে। প্রতিটি দেশেই ছড়িয়েছে ধরনটি। এ অবস্থায় বুধবার এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে সংক্রমণ থেকে বাঁচতে চেষ্টা চালিয়ে যেতে হবে। 

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ডেলটার চেয়ে অমিক্রনে আক্রান্ত রোগীর অসুস্থতা তুলনামূলক কম হলেও অমিক্রন বিপজ্জনক। বিশ্বের বহু মানুষ করোনার টিকা নেননি। তাই নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আফ্রিকায় এখনো ৮৫ শতাংশের বেশি মানুষ এক ডোজ টিকাও পাননি। টিকা নিয়ে এই বৈষম্য দূর করতে না পারলে মহামারি পুরোপুরি শেষ হবে না।

এখন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের বেশির ভাগ করোনাভাইরাসের টিকা নেননি। তবে তিনি এটাও বলেছেন যে টিকা করোনায় গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঠেকাতে খুব কার্যকর হলেও ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের পূর্ণ সক্ষমতা টিকার নেই। এ কারণে সতর্কতার বিকল্প নেই। 

সূত্র: এএফপি।

 

 

 

 

Link copied!