২৪ ঘণ্টায় চীনের এক শহরেই ৫ লাখ করোনাআক্রান্ত

বিশ্ব ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:০৩ এএম

২৪ ঘণ্টায় চীনের এক শহরেই ৫ লাখ করোনাআক্রান্ত

আবারও ব্যাপক আকারে করোনা ছড়িয়ে গেছে চীনে। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। করোনায় মৃতদের সৎকারের ব্যবস্থা করতে গিয়ে কবরস্থানকর্মীদের বেহাল অবস্থা। এরই মধ্যে চীনের শ্যানডং প্রদেশের কুইংদাও শহরে প্রতিদিন গড়ে পাঁচ লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমে কুইংদাও শহরের স্বাস্থ্য কর্মকর্তা বো তাও জানান, শহরটিতে দিনে ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ৩০ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন। চলতি সপ্তাহের শেষ নাগাদ সংক্রমণ আরও ১০ শতাংশ বাড়তে পারে।

কুইংদাও শহরের ওই স্বাস্থ্য কর্মকর্তার বরাতে চীনের অনেক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলেও সরকারের নির্দেশে শনিবার সকালের আগেই দিনে পাঁচ লাখ আক্রান্তের তথ্যটি প্রতিবেদন থেকে সরিয়ে নিতে বাধ্য হয় তারা। 

অন্যদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসাব অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় চীনে মোট ৪ হাজার ১০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে কেউ মারা যাননি। আর শ্যানডং প্রদেশে একই দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মাত্র ৩১ জন।

জিয়াংজি প্রদেশের সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ নাগাদ প্রদেশটির ৮০ শতাংশ বা ৩ কোটি ৬০ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হতে পারেন। গত বৃহস্পতিবার পর্যন্ত দুই সপ্তাহে প্রদেশটিতে বড় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৮ হাজারের বেশি করোনা রোগী। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জনের অবস্থা গুরুতর। 

এদিকে চীনের ডংগুয়ান শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিদিন শহরটিতে প্রায় ৩ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। আর হাইনান প্রদেশের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই প্রদেশটিতে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। অপর দিকে সাংহাই শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষকে জ্বরের চিকিৎসা দেওয়া হয়েছে।

Link copied!