অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে স্পিকারের অস্বীকৃতি: জিও নিউজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২২, ০৯:০৯ পিএম

অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে স্পিকারের অস্বীকৃতি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে ভোট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছেন স্পিকার আসাদ কায়সার।পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ’র খবরে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমটির খবরে বলা হয়, বিরোধী দলের নেতা ও সদস্যদের কাছে স্পিকার বলেছেন, তিনি অনাস্থা ভোট আয়োজন করবেন না। তবে এ ব্যাপারে অফিসিয়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি বলেও জানায় জিও নিউজ।

একটি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, স্পিকার বিরোধী দলের নেতাদের সঙ্গে জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে তার ৩০ বছরের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে ইমরান খানের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। ফলে তিনি অনাস্থা ভোট আয়োজন করতে দিতে পারবেন না। 

জিও নিউজ’র খবরে আরও বলা হয়, শনিবার মধ্যরাত পর্যন্ত অধিবেশন চলবে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে কি না এ নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকবে।

এদিকে, অনাস্থা প্রস্তাবে ভোট আয়োজনে স্পিকার ও প্রধানমন্ত্রী ইমরান খান গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো। এমতাবস্থায় অনাস্থা ভোট না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদ ছেড়ে যাবেন না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। 

Link copied!