রাশিয়ার সাথে আলোচনায় বেলারুশ পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৩:৩৫ পিএম

রাশিয়ার সাথে আলোচনায় বেলারুশ পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল

ইউক্রেনের ওপর চলমান যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে আলোচনার জন্য দেশটির একটি প্রতিনিধি দল রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য বেলারুশ পৌঁছেছেন।

মস্কোর সঙ্গে বেলারুশ সীমান্তে কিয়েভ আলোচনায় বসতে রাজি হওয়ার পর সোমবার ইউক্রেনের ওই প্রতিনিধি দল সেখানে পৌঁছায়। তবে ইউক্রেনের প্রতিনিধি দলে কে নেতৃত্ব দিচ্ছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

 রুশ প্রেসিডেন্ট পুতিনের শীর্ষ সহযোগী ও রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। বেলারুশের স্থানীয় সংবাদ সংস্থা বেলটা নিউজ এজেন্সি বলছে, ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত এবং ইউক্রেনীয় প্রতিনিধিদলের গোমেলে পৌঁছানোর অপেক্ষা করছে।

পেশকভ বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেছেন। এরপর প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেন এবং তাকে রুশ প্রতিনিধিদল প্রত্যাহার না করার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন গোমেল অঞ্চলে আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানিয়ে দেন।

রাশিয়ার প্রতিনিধি দলের আরেক সদস্য লিওনিড স্লাৎস্কি বলেছেন, ইউক্রেনের সাথে আসন্ন আলোচনায় রাশিয়া বেশ ‘কঠোর’ পন্থা অবলম্বন করবে।

তবে  বৈঠকে ইউক্রেন রাশিয়াকে ছাড় দেওয়ার পক্ষে নয়। এমনকি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমিন জেলেনস্কি বৈঠক থেকে কোনো সুরাহা হবে কিনা সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

জেলেনস্কি বলেন, ‘এই বৈঠক থেকে কোনো ভালো কিছু আসবে বলে আমি মনে করি না। তারপরও একবার চেষ্ট করে দেখা যেতেই পারে।’

এর আগে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ। 

বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠক স্থলের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় লম্বা একটি টেবিলের শেষ প্রান্তে রাশিয়া ও ইউক্রেনের পাতাকা। মাঝখানে শোভা পাচ্ছে বেলারুশের পতাকা।  

বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বৈঠকের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যেই তারা সম্পন্ন করেছে। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। রাশিয়া বর্তমানে  তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। 

যুদ্ধের পঞ্চম দিন সোমবার তুমুল লড়াই চলছে। এর আগে, রাজধানী কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। আর বন্দি হয়েছে আরও ২০০ জন। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

Link copied!