এপ্রিল ৮, ২০২৫, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদের নামে ডাকা মিছিল থেকে গতকাল সোমবার সিলেটে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
লুটপাটকারীরা ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলো। তারপর প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের শনাক্ত করে আটক করেছে।
মঙ্গলবার, ০৮ এপ্রিল দুপুরে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন। বলেন, রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুধু আটক নয়, লুটপাট করা জুতাও পুলিশ উদ্ধার করেছে বলে তিনি জানান।
সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের জন্য গতকাল নির্দেশ দিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম।
তিনি বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের (হামলাকারীদের) চিহ্নিত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। সে ব্যাপারে পুলিশের টিম কাজ করছে।”
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটার শোরুমে ও মার্কিন ফাস্ট ফুড চেইন কেএফসির ব্রাঞ্চে হামলা ও লুটপাটের ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।