করোনার প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হবে ২৬ ফেব্রুয়ারী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১০:৫৯ পিএম

করোনার প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হবে ২৬ ফেব্রুয়ারী

করোনার প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারী। ওইদিন ১ কোটি মানুষকে করোনার প্রথম ডোজ দেওয়ার ইচ্ছা রয়েছে সরকারের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এবিএম খোরশেদ আলম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় এবং তৃতীয় ডোজের ক্যাম্পেইন জোরালো করতে প্রথম ডোজ দেওয়া শেষ করতে হচ্ছে। যারা এখনো প্রথম ডোজ নেননি দ্রুত নেওয়ার আহবান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এখন পর‌্যন্ত ১৭ কোটি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

আরও পড়তে পারেন-

১২ বছরের বেশি হলে নিবন্ধন ছাড়াই টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Link copied!