সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও এই জেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।কঠোর লকডাউন চলমান থাকলেও কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল।
সোমবার (০৫ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। আর এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯২ জন। একদিনে সর্বোচ্চ ৮৮৬ জনের নমুন পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৩০।
রবিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম দ্য রিপোর্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন জানায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় মৃত ১৭ জনের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন।মৃত অন্য ৩ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯২ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ১৫৩ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৪ জন রয়েছেন।’ গত ২৪ ঘন্টায় ৭১ জন সুস্থ হয়েছেন বলেও তিনি জানান।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন আরও বলেন, ‘গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হলো।’