করোনায় ঝালকাঠির বিচারিক হাকিমের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২১, ০৬:২৫ পিএম

করোনায় ঝালকাঠির বিচারিক হাকিমের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন। মৃত্যুর সময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ‍ছিলেন বলে জানা যায়।

বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১০টায় বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, সানিয়া আক্তারের বয়স হয়েছিল ২৯ বছর। তার স্বামী কে এইচ এম  ইমরানুর রহমান ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ঝালকাঠি সদর কোর্ট)।

হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম জানান, সোনিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত  ১২ জুলাই তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চার দিন পর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা।

১৯৯২ সালের ১ আগস্ট  নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে সানিয়া আক্তারের জন্ম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করে ২০১৮ সালের ১ মার্চ বিচারিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন।

তার মৃতুতে প্রধান বিচরাপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক শোক জানিয়েছেন।

Link copied!