‘বজরঙ্গি ভাইজান’-এ মুন্নি চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শককে মুগ্ধ করেছিলেন ছোট্ট হর্ষালি মালহোত্রা। এক দশক পর সেই মুন্নিই ফিরছেন বড় পর্দায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর নতুন সিনেমা ‘অখণ্ড ২’–এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন হর্ষালি। এ চলচ্চিত্রের মাধ্যমেই তাঁর তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে।
হর্ষালি জানিয়েছেন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না। সে ছিল একটি অনুভূতি, স্মৃতি, হৃৎস্পন্দন—যা সবার সঙ্গে এত বছর পরেও থেকে গেছে। এত বছর ধরে আমিও আপনাদের ভালোবাসা আঁকড়ে ধরে থেকেছি। আপনারা যখন মুন্নিকে মিস করছিলেন, আমি তখন প্রস্তুত হচ্ছিলাম, শিখছিলাম, বড় হচ্ছিলাম। যাতে একদিন আরও ভালোভাবে ফিরতে পারি। সেই সময়টা এসে গেছে। আমি খুব খুশি যে দক্ষিণি সুপারস্টার এন বি স্যারের সঙ্গে ১০ বছর পর আবার সিনেমা হলে ফিরছি।’
২০২১ সালের ব্লকবাস্টার তেলুগু সিনেমা অখণ্ডর সিকুয়েল অখণ্ড ২। অ্যাকশন ও আধ্যাত্মিকতার মিশেলে তৈরি সিনেমা ‘অখণ্ড ২’-এ এবার জনানি চরিত্রে তাকে দেখা যাবে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে।
২০০ কোটি রুপির বাজেটের ‘অখণ্ড ২’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের আবারও চমকে দিয়েছেন হর্ষালি।