নভেম্বর ১৮, ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ হকি দল। অনূর্ধ্ব-২১ বয়সীদের বিশ্বকাপ আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাই শহরে অনুষ্ঠিত হবে।
২৪ দলের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ‘এফ’ গ্রুপে খেলবে, যেখানে প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে।
জুব হকি দলের অধিনায়ক মেহরাব হাসান সামিন লড়াকু মনোভাব ব্যক্ত করে বলেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামবো, আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, আমরা এমন কিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’
হকি দলের এক সদস্য মো. মেহেদী হাসান দলের সঙ্গে যাননি। গতকাল তার ডেঙ্গু ধরা পড়ায় তিনি বিশ্বকাপে অংশ নিতে পারছেন না।