করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বুধবারের (৪ আগস্ট) তুলনায় বৃহস্পতিবার (৫ আগস্ট) আরও বেড়ে গেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪২ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ৯ লাখ। বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়ে গেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯ লাখের বেশি লোক। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ছাড়িয়েছে।
করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪২ লাখ ৭০ হাজার ৮৯ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪২ লাখ ৫৮ হাজার ৬৭৯। মঙ্গলবার পর্যন্ত এ্ সংখ্যা ছিল ৪২ লাখ ৪৮ হাজার ৮৮৬। সোমবার পর্যন্ত বিশ্বে করোনায় ৪২ লাখ ৪০ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়। মারা গেছেন।রবিবার (১ আগস্ট) পর্যন্ত মারা যায় ৪২ লাখ ৩২ হাজার ৮৯২ জন। শনিবার (৩১ জুলাই) পর্যন্ত মারা যায় ৪২ লাখ ২৪ হাজার ১২৪ জন।
এই হিসেবে বৃহস্পতিবার (৫ আগস্ট) একদিনে ১১ হাজার ৪১০ জনের মৃত্যু হয়েছে।বুধবার (৪ আগস্ট) গত ২৪ ঘন্টায় বিশ্বে ৯ হাজার ৭৯৩ জন মারা গেছেন। মঙ্গলবার (৩ আগস্ট) গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৫৫৫ জন মারা যায়। সোমবার (২ আগস্ট) গত ২৪ ঘন্টায় মারা যায় ৭ হাজার ৪৩৯ জন। রবিবার একদিনে ৮ হাজার ৭৬৮ জনের মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার (৫ আগস্ট) সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ কোটি ৯ লাখ ৯৪ হাজার ৭৪২ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২০ কোটি ২ লাখ ৫৯ হাজার ২০৩। মঙ্গলবার (৩ আগস্ট) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৯ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৯ । সোমবার পর্যন্ত শনাক্ত হন ১৯ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭৫৪ জন। রবিবার (১ আগস্ট) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৯ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ২৬। শনিবার (৩১ জুলাই) পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার ৯৬৭ জন।
এই হিসেবে বৃহস্পতিবার (৫ আগস্ট) একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৫৩৯ জন। বুধবার (৪ আগস্ট) গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৬৪ হাজার ১৬৪ জন। মঙ্গলবার (৩ আগস্ট) একদিনে বিশ্বে ৫ লাখ ৮৬ হাজার ২৮৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। সোমবার (২ আগস্ট) একদিনে শনাক্ত হন ৪ লাখ ৬১ হাজার ৭২৮ জন। রবিবার গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৫৯ জন।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৮৯৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮ কোটি ৫ লাখ ২৬ হাজার ৭৪৭।মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮ কোটি ৮৩ হাজার ৩১১। সোমবার পর্যন্ত সুস্থ হন ১৭ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ২৫৫ জন। রবিবার (১ আগস্ট) পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ১১৮ জন। শনিবার (৩১ জুলাই) পর্যন্ত সুস্থ হন ১৭ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৬৩ জন।
এই হিসেবে বৃহস্পতিবার (৫ আগস্ট) একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ১৫২ জন। বুধবার (৪ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। মঙ্গলবার (৩ আগস্ট) গত ২৪ ঘন্টায় বিশ্বে একদিনে সুস্থ হন ৪ লাখ ৬৭ হাজার ৫৬ জন। সোমবার (২ আগস্ট) একদিনে ৩ লাখ ৩১ হাজার ১৩৭ জন ও রবিবার ৩ লাখ ৭৮ হাজার ৫৫ জন সুস্থ হয়েছিলেন।
করোনায় সক্রিয় রোগী
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত বিশ্বে মোট ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৭৫৪ জন সক্রিয় রোগী রয়েছেন। তাদের মধ্যে ৯৩ হাজার ৭৯৩ জনের অবস্থা গুরুতর।
বুধবার পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৭৭৭ জন যার মধ্যে ৯২ হাজার ৪১৪ জনের অবস্থা ছিল গুরুতর। মঙ্গলবার (৩ আগস্ট) পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৮৪২ জন । এর মধ্যে ৯১ হাজার ৬৪৯ জন গুরুতর অবস্থায় ছিল।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।