করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহে হঠাৎ বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫ জন, নেত্রকোনার ৩ জন এবং টাঙ্গাইলের ১ জন। আবার এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন মহিলা। উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে পাঁচজন ময়মনসিংহের। এছাড়া টাঙ্গাইল, শেরপুর, জামালপুর ও সুনামগঞ্জ জেলার একজন করে রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন নতুন রোগিসহ মোট করোনা চিকিৎসা নিচ্ছেন ২৯৬ জন।
এদিকে, এই ৯ জনসহ চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০০ জনের মৃত্যু হলো।
এর আগে, গত জুলাই ও আগষ্ট দুই মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন।
হঠাৎ করে উপসর্গে মৃত্যুর বিষয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।