রাজধানীতে ট্রেনে সেনা অভিযান, পিস্তল–ককটেলসহ চারজন আটক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ১২:১২ পিএম

রাজধানীতে ট্রেনে সেনা অভিযান, পিস্তল–ককটেলসহ চারজন আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং চারটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। বিষয়টি ওই ব্রিগেডের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি তল্লাশি করা হয়। তল্লাশির সময় চালের বস্তার ভেতর লুকানো অবস্থায় উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক। ঘটনাস্থল থেকে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দিনাজপুর থেকে ট্রেন ছাড়ার পর পার্বতীপুর রেল স্টেশনে বিরতির সময় তিন থেকে চারজন ব্যক্তি বেশ কিছু চালের বস্তা একটি নির্দিষ্ট বগিতে তুলে রেখে চলে যান। পরে সেই বস্তাগুলো থেকেই অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, কারা এই নাশকতা পরিকল্পনার সঙ্গে জড়িত তা শনাক্তে তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!