শুক্রবার ৩১ মার্চ ২০২৩
      Beta
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপির দুইটি গুণ- দুর্নীতি আর মানুষ খুন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : শনিবার ১৮ মার্চ ২০২৩ ০৬:৩১:০০ অপরাহ্ন | বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কেবল দুটি গুণ আছে। দুর্নীতি করা আর মানুষ খুন করা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফি সভাপতিত্বে এই আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মির্জা আজম (এমপি) ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনসহ আরও নেতৃবৃন্দ।