খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:৫৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বিভিন্ন সময়ে যে নির্যাতনের মুখে পড়তে হয়েছে, তা না হলে হয়তো তাঁকে এত দ্রুত হারাতে হতো না। তিনি দাবি করেন, বেগম জিয়ার মৃত্যুর পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে একটি প্রহসনমূলক রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যে মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তা ছিল সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত। সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি প্রমাণিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বারবার বলা হয়েছে, ওই মামলায় ভুলভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে সাজা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও খোঁজখবর রাখার ক্ষেত্রে যা করার ছিল, তা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সব সময় বিষয়টি তদারকি করেছেন বলে জানান তিনি। পরিস্থিতি অনুকূলে থাকলে তাঁকে বিদেশে পাঠানোর ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতা করা হতো বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, সরকার যদি আরও এক বা দুই বছর আগে বেগম খালেদা জিয়াকে পাওয়ার সুযোগ পেত, তাহলে হয়তো তাঁর জন্য কিছু করা সম্ভব হতো। তবে তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো— তিনি সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।

এ সময় আইন উপদেষ্টা জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামীকালের জানাজা ও দাফন যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যমের সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!