খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক পালন করবে বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:৩৫ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক পালন করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে দলটি।

আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপির শীর্ষ নেতারা। হাসপাতালে উপস্থিত রয়েছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ দলীয় নেতারা হাসপাতালে অবস্থান করছেন। সকাল আটটার পর হাসপাতালে আসেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। এর কিছু পর সেখানে পৌঁছান স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাসপাতালের সামনেও বিএনপির বহু নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার মৃত্যুতে দলটি সাত দিন শোক পালন করবে। তিনি বলেন, দাফনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শোক পালনকালে বিএনপির নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। দলের সব কার্যালয়ে শোকবই খোলা হবে, যেখানে শোক ও সমবেদনা জানানো যাবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে বলে জানান রুহুল কবির রিজভী।

Link copied!