সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় ৩য় অবস্থানে থাকা টুইটার প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নতুন নতুন সেবা নিয়ে হাজির হচ্ছে।
এরই অংশ হিসেবে মাইক্রো ব্লগিং প্লাটফর্মটিতে শিগগিরই যুক্ত হচ্ছে অডিও-ভিডিও কল ও এনক্রিপটেড মেসেজিংয়ের সুবিধা। যেগুলো খুব সহজেই ব্যবহার করতে পাবেন ব্যবহারকারীরা। টুইটারের সিইও ইলন মাস্ক এমন ঘোষণা দিয়েছেন।
টুইটার সিইও মাস্ক জানিয়েছেন, নতুন সেবাগুলো যুক্ত ও চালু করার কাজ চলছে এখন। যদিও এসব সেবা জুকারবার্গের মেটা পরিচালিত ফেসবুক, হোয়াটস অ্যাপসহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমই দিয়ে থাকে তবে তা আলাদা আলাদাভাবে। ফেসবুক ম্যাসেঞ্জার সেবার মাধ্যমে অডিও-ভিডিও কল ও ম্যাসেজিং সেবা দিয়ে থাকে। তবে এনক্রিপ্টেড ম্যাসেজিং সেবা দেয় হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ আবার ম্যাসেজিং সার্ভিস। এটি ব্যবহার করে ফেসবুকের মতো কোনো পাবলিক পোস্ট করা যায় না।
টুইটার যদি ভিডিও ও ভয়েজ কলিং সেবা সাথে এনক্রিপ্টেড ম্যাসেজিং চালু করে, তবে বলা যেতে পারে নিকট অতীতে এমন সমন্বিত সেবা অন্য কোনো মাইক্রো ব্লগিং প্লাটফর্ম দিতে পারেনি।
এনক্রিপ্টেড ম্যাসেজিং হলো তথ্য বা ডেটা, একটি সাইফার বা কোডে রূপান্তর করে প্রেরক ও গ্রাহকের নিকট আদান প্রদান করার ব্যবস্থা করা হয় যাতে অননুমোদিত কেউ আপনার চ্যাট বক্সের অ্যাক্সেস না পায়।
এসব সুবিধা চালু করার ব্যাপারে মাস্ক তাঁর টুইটে বলেছেন, ‘টুইটারে আপনার হ্যান্ডেল থেকে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে। সুতরাং, নিজের মোবাইল নাম্বার না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সাথে কথা বলতে পারবেন।’
এছাড়াও কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলবে টুইটার।
এর আগে গত বছর ‘টুইটার ২.০ এভরিথিং অ্যাপ’ আনার কথা বলেছিলেন মাস্ক। ওই সময় তিনি জানিয়েছেন, এই অ্যাপে এনক্রিপটেড ডাইরেক্ট মেসেজ, বেশি শব্দ ব্যবহার করে টুইট এবং পেমেন্টের সুবিধাগুলো থাকবে।
মাস্ক জানিয়েছেন, এনক্রিপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন আজ বুধবার, ১০ মে, থেকেই চালু হবে। তবে তিনি জানাননি কল করার সেবা এনক্রিপ্ট করা হবে কিনা।