রাশিয়ার সামরিক অভিযান মোকাবিলায় ইউক্রেন সরকারকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ি দেশটিতে বেশ কিছু ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ওই সব ক্ষেপণাস্ত্র এরই মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সোমবার দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, “‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং চীন বর্তমান ব্যবস্থাকে হটিয়ে নতুন একটি বিশ্বব্যবস্থা প্রনয়নের কথা চিন্তা করছে।’
আরও পড়তে পারেন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় চীন
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং অন্য দেশ নিষেধাজ্ঞা আরোপ করার সময় মস্কোর গমের বাণিজ্য সম্প্রসারণের নিন্দা করতে বেইজিংয়ের ব্যর্থতার সমালোচনা করেছেন মরিসন।
গত সপ্তাহে ইউক্রেনকে যুদ্ধ সহায়তা দিতে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র, অস্ত্র, গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া সরকার।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।