রাশিয়ায় ইউক্রেনের পাল্টা হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২২, ০৯:৩৮ পিএম

রাশিয়ায় ইউক্রেনের পাল্টা হামলা

রাশিয়ার বেলগোরদের একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। শুক্রবার বেলগোরদের একটি তেলের স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গত ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম রাশিয়ায় সীমান্তের ভেতরে পাল্টা হামলা করলো ইউক্রেন। বেলগোরদের গভর্নর ভেয়াচেসলাভ গ্লাসকভ এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটার বার্তায় গ্লাসকভ বলেন, ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি শহর থেকে যখন রুশ সৈন্যরা ফেরার প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরণের হামলায় যুদ্ধ ব্যাপক আকার নিতে পারে।

ওদিকে, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হলে এর মূল্য পরিশোধ করতে হবে দেশটির মুদ্রা রুবলে- এমন নিদের্শনা আজ থেকে কার্যকর হচ্ছে। এ জন্য রাশিয়ার একটি ব্যাংকে বিশেষ হিসাব খুলতে হবে। এর ব্যতিক্রম হলেই গ্যাস সরবরাহ চুক্তি স্থগিত করবে মস্কো।

এমন ঘোষণার পর জার্মানি ও ফ্রান্স রাশিয়ার গ্যাস আনা বন্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। দেশটি থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে এখনো রাশিয়ার জ্বালানি আমদানি করছে ইউরোপের দেশগুলো।

পুতিনের নতুন ঘোষণা অনুযায়ী, গ্যাসের বিদেশি ক্রেতাদের প্রথমে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একটি বিশেষ হিসাব খুলতে হবে। তাঁরা ওই হিসাবে বিদেশি মুদ্রা জমা দেবেন। গ্যাজপ্রম ব্যাংক ওই মুদ্রা রুবলে রূপান্তরের পর তা গ্যাসের মূল্য পরিশোধে ব্যবহার করা যাবে। পুতিন বলেন, কেউ যদি অর্থ পরিশোধ না করে, তবে তাকে খেলাপি হিসেবে বিবেচনা করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  পুতিন বলেন, ‘কেউ বিনা মূল্যে আমাদের কাছে কিছু বিক্রি করে না। আর আমরাও দাতব্য কিছু করতে যাচ্ছি না। 

Link copied!