শাবিপ্রবি: দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ১২:৪০ এএম

শাবিপ্রবি: দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশের শুরু করা আমরণ অনশনের তৃতীয় দিনেও উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি বিষয়ে কোনো যৌক্তিক সমাধান আসেনি। যদিও প্রচণ্ড ঠান্ডায় একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত শিক্ষার্থীরা। এ অবস্থায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী দীপু মনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে পাঠিয়েছেন। শুক্রবার বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত তিনি শিক্ষার্থীদের সঙ্গে তিন দফা ও উপাচার্যের সঙ্গে এক দফা বৈঠক করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাতে উপাচার্য ফরিদ উদ্দিনকে গত বুধবার দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। পদত্যাগ না করায় ওই দিন দুপুরের পর তার বাসভবনের সামনে অনশন শুরু করেন ২৪ জন ছাত্রছাত্রী। শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন চলছিল। তবে অসুস্থ হয়ে পড়ায় ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বাইরে অনশনকারী এক ছাত্রের বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় গত বৃহস্পতিবার ভোরে বাড়িতে গেছেন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের কেউ অনশন ভাঙেননি। তারা আবার কর্মসূচিতে যোগ দিতে চান। সব মিলিয়ে ৯ জন এখনো অনশন করছেন। তবে তাঁদের শারীরিক অবস্থাও ক্রমে অবনতির দিকে যাচ্ছে। তারা জ্বর ও নিম্ন রক্তচাপে ভুগছেন। সবার শরীরে স্যালাইন পুশ করেছেন চিকিৎসকেরা। তবে অনশন চালিয়ে যাবেন তারা।

এরই মধ্যে শুক্রবার বেলা তিনটার দিকে শিক্ষামন্ত্রী মুঠোফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিয়া আফরিনের সঙ্গে কথা বলেন। এ সময় দীপু মনি শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে আলোচনা করে দাবির বিষয়টি সুরাহা করার অনুরোধ জানান।

সাদিয়াসহ আন্দোলনে নেতৃত্বদানকারী কয়েকজন সন্ধ্যায় সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল তৈরি করা হয়েছে। শিক্ষামন্ত্রীকে তাঁরা এটাই বলতে চান, উপাচার্যের পদত্যাগ ছাড়া কর্মসূচি কোনো অবস্থাতেই বন্ধ করা হবে না। তবে তারা আন্দোলন ফেলে ঢাকায় যেতেও ইচ্ছুক নন। তাঁরা ভার্চ্যুয়ালি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহী। এর বিকল্প হিসেবে শিক্ষামন্ত্রীকে সিলেটে আসার জন্য তাঁরা অনুরোধ করছেন।

Link copied!