‘পূজামণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই জানানো হবে’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২১, ০৩:৫৪ পিএম

‘পূজামণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই জানানো হবে’

দেশের বিভিন্ন জায়গায় পূজামণ্ডবে চালানো সহিংসতার ইন্ধনদাতাদের নাম শতভাগ নিশ্চিত হয়ে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার(২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন। 

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লাসহ সব ঘটনা কারা ঘটিয়েছে তাদের নাম জেনে গেছে সরকার। দুই একদিনের মধ্যে সবাইকে তা জানিয়ে দেয়া হবে।  রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেফতাররা ইন্ধনদাতাদের নাম জানিয়েছেন। ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করবো।

ইন্ধনদাতাদের মধ্যে বিএনপি-জামায়াত শিবিরের কেউ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেখানে বিএনপি-জামায়াত আছে কি না সেটা এখনই বলতে চাচ্ছি না।  আমরা নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই। গ্রেফতারদের জবানবন্দি নেয়া হচ্ছে, শিগগির সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, জঙ্গি সন্ত্রাসের মত কুমিল্লা থেকে শুরু করে রংপুর পর্যন্ত ঘটনাগুলোও একইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালানের উদ্দেশ্যে করা হয়েছে। সরকার তা কঠোর হাতে দমন করেছে।

ভিআইপিদের সিকিউরিটির জন্য এখন থেকে পুলিশের পাশাপাশি আনসারও থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে।

পল্টনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি ঘটনা সৃষ্টি করার জন্য এ ধরনের অরাজকতা ঘটায়, এটা অতীত অভিজ্ঞতা। আজকের ঘটনার বিষয় এখনও জানা যায়নি কিছু’।

জাতীয় পরিচয় পত্র সম্পর্কে তিনি বলেন,  এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার ব্যাপারে কিছু আইনী জটিলতা আছে। সেটা দেখার জন্য আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে ফাইল। আইন মন্ত্রণালয় এর আইনগত দিক যাচাই-বাছাই করে দেখছে। জন্ম থেকে শুরু করে সবার তথ্য এনআইডিতে থাকবে। সেজন্য নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডির কাজ স্থানান্তর করা হয়েছে বলেও  তিনি জানান।

রোহিঙ্গাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচরে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার জনকে নেয়া হয়েছে। আরও এক লাখ রোহিঙ্গাকে পর্যায়ক্রমে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

Link copied!