সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফোসসে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ০৫:৩৬ পিএম

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফোসসে

সংগৃহীত ছবি

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফোসসে। উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য ফসসেকে এই পুরস্কার দেয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি। ম্যাগনাম ওপাস উপন্যাসের জন্য তিনি নোবেল পেয়েছেন।

তার ম্যাগনাম ওপাসে মূলত একজন বয়স্ক চিত্রশিল্পী এবং বিধবার গল্প তুলে ধরেছেন। ৮০০ পৃষ্ঠার বইটিতে তাদের একাকী জীবনযাপনের গল্প যেখানে ধর্ম, পরিচয়, শিল্প এবং পারিবারিক জীবনের বাস্তবতা ফুটে উঠেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি এই পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করে।

৬৪ বছর বয়সী জন ফোসসে তাঁর অনুচ্চারিত কথা নিজের লেখায় তুলে এনেছেন। তাঁর নিজস্ব শৈলীতে রচিত উপন্যাসকে বলা হয় ‘ফস মিনিমালিজম’। 

ফসের দ্বিতীয় উপন্যাস ‘স্টেংড গিটার’ (১৯৮৫)-এ প্রথমবার তাঁর নিজস্ব শৈলী ‘ফস মিনিমালিজম’ থিম দেখা গেছে। ‘স্টেংড গিটার’-এ একজন অল্পবয়সী মা তাঁর বাসার ময়লা ফেলার জন্য নিজের ফ্ল্যাটে তালা মেরে বাইরে যায়। কিন্তু ভেতরে তখন তাঁর সন্তানবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু পরিস্থিতি এমন যে সে তখন সন্তানকে একা রেখে কোথাও সাহায্য চাইতেও যেতে পারছে না। এই ধরনের কিছু সংকটপূর্ণ মুহূর্ত ফসে তাঁর লেখনিতে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন যা আমাদের জীবনে নিয়মিতই ঘটে।

নরওয়েজিয়ান নিনরস্ক ভাষাভাষীর জন ফোসসের পুরো নাম জন ওলাভ ফোসসে। ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের পশ্চিম উপকূলে তাঁর জন্ম। 

বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ একাডেমি তাদের ঘোষণায় বলেছে, ২০২৩ সালের সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে জন ফসেকে। তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্য মানুষের না বলতে পারা কথাগুলোকে শিল্প আকারে তুলে ধরেছে।

তিনি প্রায় ৪০টি নাটক লেখার পাশাপাশি অসংখ্য উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ করেছেন।

Link copied!