অমর একুশে বইমেলা

নজরুল-রবীন্দ্রনাথেই আগ্রহ বেশি পাঠকের

মাহমুদ নকীব

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৭:৩৮ পিএম

নজরুল-রবীন্দ্রনাথেই আগ্রহ বেশি পাঠকের

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের ধ্রুপদী দুই নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এ দুই কিংবদন্তী পাঠকের হৃদয়ে করে নিয়েছেন অনন্য এক স্থান। এ দুই লেখকের জনপ্রিয় কমছে না প্রতিনিয়ত যেন বাড়ছেই।

এবারের অমর একুশে বইমেলায় নজরুলের কবিতা ও গান এবং রবীন্দ্রনাথের ছোটগল্প, উপন্যাস ও নাটক পাঠক প্রাণ ভরে কিনছেন।

অমর একুশে বইমেলার ২৬তম দিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) বইমেলায় বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মী ও মেলায় আগত পাঠকদের কাছ থেকে এমন তথ্য যায়।

দশের অধিক প্রকাশনীর বিক্রয়কর্মীদের সাথে কথা বলে বিক্রয়কর্মীরা জানান, নিজেদের সময় থেকেই এখন পর্যন্ত সাহিত্যপ্রেমীদের কাছে নজরুল-রবীন্দ্রনাথ সমভাবে সমাদৃত। তাদের বইয়ের কাটতি কখনোই কমেনি । বরং সময়ের সঙ্গে সঙ্গে তাদের বইয়ের চাহিদা আরও বাড়ছে। এই চাহিদা কখনোই ফুরাবার নয়।

তবে নজরুল-রবীন্দ্রনাথের বই তুলনামূলক বয়স্করাই বেশি কিনছেন বলে জানান বিক্রয় প্রতিনিধিরা। তারা বলেন, রবীন্দ্রনাথ-নজরুল বুঝতে হলে চিন্তার করতে জানা দরকার। ম্যাচিউরিটির কারণেই রবীন্দ্র- নজরুলের লেখনীতে বড়দের আগ্রহ তুলনামূলক বেশি।

নজরুল প্রকাশনীর বিক্রয়কর্মী মো. আজাদ বলেন, কাজী নজরুল ইসলামের বইয়ের চাহিদা কখনোই খারাপ ছিল না। সব সময়ই চাহিদা ভালো। সব বয়সের লোকই নজরুলের বই কিনছেন। তবে মধ্যবয়সীদের কাছে তার চাহিদা তুলনামূলক বেশি। নজরুলের বইগুলোর মধ্যে সঞ্চিতা, কাব্য আমপারা, উপন্যাসসমগ্র, কবিতাসমগ্র বইগুলো বেশি বিক্রি হচ্ছে।

পুথিনিলয় প্রকাশনার বিক্রয়কর্মী আফরোজা আক্তার আঁখি বলেন, রবীন্দ্রনাথের আগ্রহ সব সময়ই বেশি। তার মানের সাহিত্য দেশে নেই বললেই চলে। তিনি সব সময়ই সব শ্রেণির পাঠকের কাছে সমাদৃত হয়েছেন। তার বইয়ের মধ্যে ছোটগল্প, নাটক ও উপন্যাসের চাহিদা মেলায় বেশি। রবীন্দ্রনাথের সাহিত্যের প্রতি পঞ্চাশোর্ধ্বের আগ্রহ সবচেয়ে বেশি। তবে তুলনামূলক কম বয়সী পাঠক কম। কারণ তার সাহিত্য বুঝতে হলে ম্যাচুরিটি দরকার।

মেলার শিশু চত্বরে আরো প্রকাশনের পরিচালক রোমান বলেন, আমাদের রবীন্দ্রনাথ ও নজরুলের তিনটি বই আছে শিশু-কিশোরদের জন্য। বইগুলো মোটামুটি ভালোই চলছে। তবে ছোট করে শিশু সাহিত্যগুলো প্রকাশ করলে শিশু-কিশোরদের আগ্রহ আরও বাড়বে। 

ঝিঙেফুল প্রকাশনীর বিক্রয়কর্মী মো. হানিফ বলেন, নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের চাহিদা শিশু-কিশোরদের মধ্যে আগ্রহ যথেষ্ট ভালো। তবে তারা ছোট বই খোঁজে বেশি। কিন্তু তাদের জন্য যে বইগুলো আছে, সেগুলো বেশ বড়।

Link copied!