শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আজও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের আল্টিমেটাম ছিল ৪৮ ঘণ্টার। বৃহস্পতিবার দুপুর ১২টায় শেষ হয়েছে। এর আগ পর্যন্ত কাউকে শনাক্ত ও বিচারের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাই আমরা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছি।
তিনি বলেন, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলবে।