খুলনা সিটি কর্পোরেশনের(কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টায় খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়। খুলনার মেয়রের সঙ্গে রয়েছেন তার স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা।
খুলনা মহানগর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা গণমাধ্যমকে বলেন, “কেসিসি মেয়র ঢাকার সিএমএইচে আগামী ১৫ মে পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন। এরপর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে “
মেয়রের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রসঙ্গত,গতকাল শনিবার ডায়বেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হলে খুলনার মেয়রকে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়।