কিশোরীকে বিয়ে: সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিতই থাকছে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২১, ০৪:৪৭ পিএম

কিশোরীকে বিয়ে: সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিতই থাকছে

পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে এবং বিয়ের একদিন পরই তালাকের ঘটনায় কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বরখাস্তের আদেশ স্থগিত থাকার পাশপাশি তার সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট ।

রবিবার (২২ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আইনজীবী নাজমুল হাসান রাকিব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

প্রসঙ্গত, গত ২৪ জুন প্রেমের টানে ওই কিশোরী এক কিশোরের সঙ্গে বাড়ি ছাড়লে তার বাবার নালিশ পেয়ে চেয়ারম্যান শাহীন সালিশ ডাকেন বলে। ওই সালিশে বসার পর মেয়েটিকে পছন্দ হয়ে যায় ৬০ বছর বয়সী চেয়ারম্যানের। তখন পাঁচ লাখ টাকা দেনমোহরে তিনি ওই কিশোরীকে বিয়ে করেন।

এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২৯ জুন তাকে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করলে  সরকারের এ আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন চেয়ারম্যান শাহীন হাওলাদার। সেই রিটের প্রাথমিক শুনানির পর গত ৭ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্থানীয় সরকার বিভাগের গত ২৯ জুনের আদেশটি স্থগিত করে।

হাইকোর্টের ওই স্থগিতাদেশের মেয়াদ ছিল একমাস অথবা নিয়মিত আদালত খোলা পর্যন্ত। রবিবার (২২ আগস্ট) রিট আবেদনটি ফের উপস্থাপন করা হলে ওই চেয়ারম্যানের স্থগিতাদেশ বহাল রাখার পাশাপাশি রুল জারি করেন আদালত।

 

Link copied!