গণঅবস্থান নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ১০:৩৭ এএম

গণঅবস্থান নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা

ঢাকাসহ দশটি বিভাগীয় শহরে বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১০ দফা দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের গণঅবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই কাকরাইল মোড়সহ আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটাতে প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। উপস্থিতি হবে অনেক।’

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে দেশব্যাপী এই গণঅবস্থান পালন করবে বিএনপি ও তাদের মিত্র দলগুলো।

ঢাকা বিভাগীয় কর্মসূচি হিসেবে বিএনপির নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. খন্দকার মোশাররফ হোসেন।

Link copied!