করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটির ‘চিফ হিট অফিসার’ হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বুশরা আফরিন। বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বুশরা সুস্থ হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শুক্রবার (৫ মে) নমুনা পরীক্ষার পর তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার থেকে বুশরা আফরিনের কাশি, দুর্বলতাসহ করোনার উপসর্গ দেখা দেয়। আজ নমুনা পরীক্ষা করার পর করোনা শনাক্ত হয়। তিনি বাসায় রয়েছেন, সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে তাঁকে নিয়ে। নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে কি না, তা নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তোলা হয়েছে।
তবে সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে, হিট অফিসার নিয়োগে ডিএনসিসির প্রাতিষ্ঠানিক বা আর্থিক কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আরশট-রকফেলার ফাউন্ডেশন ঢাকা উত্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার জন্য বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে।
জানা গেছে, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে সিটি করপোরেশন এবং সংস্থাটি যৌথভাবে কাজ করবে।
এর আগে গত বুধবার বিকেলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চিফ হিট অফিসার নিয়োগের কথা বলা হয়। ডিএনসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিফ হিট অফিসার বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিত করাসহ নতুন নতুন কাজ করবেন।