দেশে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার (১৭ আগস্ট) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৯ জন। এই সংখ্যা এখন পর্যন্ত চলতি বছরে একদিনে সর্বোচ্চ। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৫১০ জন।
বেসামাল কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রাজধানীজুড়ে ডেঙ্গু তাণ্ডবে জ্বরাক্রান্ত হয়ে হাসপাতালে ভীড় জমাচ্ছেন দুই সিটি কর্পোরেশনের বাসিন্দারা। শিশু-বৃদ্ধ, তরুণ-যুবা কেউই ছাড় পাচ্ছেন না। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার । কেবল আগস্ট মাসের প্রথম ১৬ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সাড়ে ৩ হাজারে। ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
দেশে একদিনের ব্যবধানে ১০৮ জন ডেঙ্গু বেড়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন। এই সময়ে ঢাকায় বৃদ্ধি পেয়েছে ১০৭ ডেঙ্গু রোগী।
আইইডিসিআর সূত্র জানায়, আগস্ট মাসের ১৭ দিনে ৩ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৪ জন আর জুলাইতে ১২ জন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক খলিলুর রহমান গণমাধ্যমে বলেন, এখনই ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ করা সম্ভব না হলে পুরো ঢাকা আক্রান্ত হয়ে পড়বে।
ডেঙ্গু সংক্রমণের এমন ভয়াবহ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কার্যকারীতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি দুবছর আগে ২০১৯ সালেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দায়িত্বশীল এ সংস্থা দুটির অবেহলার কথা উঠে এসেছে উচ্চ আদালতে নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির এক প্রতিবেদনে। কিন্তু এখনো সেই প্রতিবেদনের শুনানি হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১১৪ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৪৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৬ জন বলে জানা গেছে।