ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৩:৫৮ পিএম
বাংলাদেশ সফরে এসেছেন লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার সকাল ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাস খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। আর এই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন ফেনীর আর্জেন্টিনা ভক্ত আবদুল মতিন।
মতিন গণমাধ্যমকে জানান, তার সাথে ইমেইলে যোগাযোগ করেছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রনালয়। অনুষ্ঠানে যোগদান করার জন্য ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
কাতার বিশ্বকাপ চলাকালীন মতিনের আর্জেন্টিনা প্রীতির খবর বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। পরে এটি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে মতিনের বিষয়ে জানতে পারে আর্জেন্টিনার সরকার। তাকে নিয়ে লেখা হয় সেদেশের গণমাধ্যমেও। অবশেষে আর্জেন্টিনা সরকারের অনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন মতিন।
ফেনীর দাগনভূঞাঁ উপজেলা সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামেন সন্তান মতিনের প্রিয় দল আর্জেন্টিনা।বিশ্বকাপ চলার সময় আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে তিনি চিরতরে হারিয়েছেন নিজের চার হাত-পা। একসময় পরিশ্রমী, কর্মঠ মতিনের সাজানো গোছানো ব্যবসা থাকলেও এখন কিছুই নেই। বেঁচে আছেন আত্মীয় ও প্রতিবেশীদের সাহায্য সহযোগীতায়।
মতিন জানান, ২০১৪ সালের মার্চ মাসের ২৮ তারিখ। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার কয়েকদিন আগের ঘটনা। লক্ষ্মীপুর শহরের আজিম শাহ মার্কেটের তিন তলা ছাদের উপরে এলমুনিয়াম রডের মাধ্যমে পতাকা টানাচ্ছিলাম। হঠাৎ বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের সাথে এলমুনিয়ামের রডটি লেগে গেলে মূহুর্তেই ছিটকে পড়ি একটি দেয়ালের উপর। তারপর আর হুশ ছিলো না।
তিনি আরও জানান, স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে প্রথম ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ইনফেকশান হয়ে যাওয়ায় চার হাত-পা কেটে ফেলে দিতে হয়েছে। চিকিৎসা ব্যয় বহন করতে ৭-৮ লাখ টাকা যোগাড়ে দোকান-ব্যবসা সব শেষ চলে গেছে।এখন আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের সহায়তায় কোনোরকম বেঁচে আছেন।