দেশে ফিরছেন কাবুলে আটকেপড়া ১২ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২১, ১০:০৫ এএম

দেশে ফিরছেন কাবুলে আটকেপড়া ১২ বাংলাদেশি

আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশির মধ্যে ১২ জন এখন কাবুল বিমান বন্দর ত্যাগ করে কাতারের দোহায় অবস্থান করছেন। আজকের মধ্যে তাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাদের সাথে বাংলাদেশে আসছেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৫০ আফগান শিক্ষার্থীও।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে ১২ বাংলাদেশি ও ১৫০ আফগান শিক্ষার্থী  যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ব্যবস্থাপনায় দোহায় পৌঁছেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৬আগস্ট) কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল। এসব আফগান শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শনিবার কাতারে পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জানান।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ওই ১৫ বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের বাংলাদেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।

শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ তারা দেশে ফিরবেন।

পররাষ্ট্রমন্ত্রীর বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন।

এর আগে, শনিবার (২৮ আগস্ট) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সেখানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নিরাপদে আছেন এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আফগানিন্তানে আটকে পড়াদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা এখন ভয়ে এয়ারপোর্টে যেতে পারছেন না। তারা আটকে পড়েছেন। আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও আটকে পড়েছেন।

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন আফগানিস্তানের ওই ১৬০ শিক্ষার্থী। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন। এরই মধ্যে তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না। তবে বাংলাদেশ সরকারের বিশেষ চেষ্টায় আফগান শিক্ষার্থীরা বাংলাদেশে আসতে পারছেন।  

Link copied!