দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের কঠোর সমালোচনায় রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২১, ০২:৩১ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের কঠোর সমালোচনায় রিজভী

দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:)উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে আলোচনা করেন তিনি।

এসময় বিএনপির জ্যেষ্ঠ এই  নেতা বলেন, ‘সয়াবিন তেল এক লাফে ৭ টাকা বৃদ্ধি হয়েছে। ১৫৩ টাকা থেকে বেড়ে ১৬০টাকা হয়েছে। ওবাদুল কাদের বলছেন মনিটরিং করছেন শেখ হাসিনা। আর এই মনিটরিং করতে গিয়ে চালের দাম, ডালের দাম সব হু হু করে আকাশ ছুঁই ছুঁই করছে। এটাই হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক অপকৌশল।  রংপুর পুড়ুক, চৌমহন পুড়ুক, হাজীগঞ্জ পুড়ুক আমি এর মধ্য দিয়ে আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করব।’

রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা মনে করেন আমি চালের দাম, লবনের দাম, পেয়াজের দাম, ডালের দাম বাড়াবো, আর আমার সিন্ডিকেটরা পকেট ফুলবে। পকেট ফুলিয়ে মোটা সোটা হতে থাকবে। আর এর মধ্য দিয়ে সরকারের ময়ূরের সিংহাসন টিকে থাকবে এটাই হচ্ছে শেখ হাসিনার অভিপ্রায়। এটাই হচ্ছে শেখ হাসিনার ইচ্ছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘তার সিন্ডিকেটকে সুযোগ করে দেওয়ার জন্য জনগণের দৃষ্টি চৌমুহনীতে, হাজীগঞ্জে, চট্টগ্রামে এবং পীরগঞ্জে উনি নিয়ে রেখেছেন। আর ওবায়দুল কাদেরসহ আরও যারা মন্ত্রী রয়েছেন তাদেরকে উনি বলে রেখেছেন তোমরা এটার ওপর ব্যস্ত রাখো জনগণকে। তারা সেই কাজটাই অত্যান্ত নিষ্ঠার সাথে করছেন।’

কুমিল্লার পূজামণ্ডপে হামলার ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘কুমিল্লাবাসী এবং হিন্দু সম্প্রদায়েও বলছে আমরা নিরাপত্তার জন্য কুমিল্লা প্রশাসনকে বলেছিলাম। কিন্তু তারা যথাসময়ে সাড়া দেয়নি অনেক দেরি করে এসেছে, এ নিয়ে পত্রপত্রিকায়ও লেখালেখি হচ্ছে। আর আজ একের পর এক বিএনপি'র নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। শেখ হাসিনার দেখছেন মনিটরিং করছেন। রংপুর পুড়ছে, হাজীগঞ্জ পুড়ছে, নোয়াখালীরতে আক্রমণ হচ্ছে আর শেখ হাসিনা ভানুর মতো শুধু দেখছেন। আমার বাড়ি আমি দেখবো না। ওনার দেশ, বাংলাদেশ ওনার জমিদারিতে পরিণত করেছেন। উনি না দেখলে কে দেখবেন?’

‘ওবায়দুল কাদের আবার ওনার সুরে বলেন আমি না দেখলে কে দেখবে। একটা ভয়ঙ্কর মিথ্যার উপর দিয়ে তারা বসবাস করছে। অন্যকে বলেছেন মিথ্যেবাদী। উনি যদি আসলেই নামাজ পড়তেন, রাসুল (সা.)এর কয়েকটি বানী যদি আয়ত্ত্ব করতেন হৃদয় দিয়ে; তাহলে তিনি আজকে নিষ্ঠুর ফ্যাসিস্ট এর মত হতেন না। তিনি আজকে জালেম সরকারের প্রধান শাসক হিসেবে আজকে পরিগনিত হতেন না। এটাতো উনি ধারণ করেন নি। উনি ধারণ করেছেন নির্বাচন আসলে বোরকা পরেন, হাতে তজবি লন, সবটাই ভন্ডামি’ বলে মন্তব্য করেন রিজভী।

রিজভী আরও বলেন, ‘আজকে গুম-খুনের রাজনীতিতে,মিথ্যাচারের রাজনীতিতে আমরা প্রত্যেকে যদি প্রশিক্ষিত হই; আমার মনে হয় সরকার বেশি দিন টিকতে পারবে না। আদর্শের কাছে, ন্যায়ের কাছে, ইনসাফের কাছে, সুশাসনের কাছে, নীতির কাছে কখনোই জুলুমকারীরা টিকে থাকতে পারে না। কখনোই পারবে না। আমার মনে হয় আজকে এই সরকার একটি গভীর নীলনকশা বাস্তবায়ন করছে।’

ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,খায়রুল কবির খোকন,কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু,ডা:রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Link copied!